কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : মেয়েদের সামনের চুল কাটা যাবে কি?

উত্তর : প্রথমত: মেয়েদের শুধুমাত্র সামনের চুল কাটা যাবে না। কেননা চুল লম্বা রাখা মেয়েদের বৈশিষ্ট। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর যুগেও নারীদের চুল লম্বা ছিল। উম্মু সালামা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার মাথার বেনী তো খুবই মোটা এবং শক্ত। আমি কি জানাবাতের গোসলের জন্য তা খুলে ফেলব? তিনি বললেন, না। তোমার মাথায় কেবল তিন আজলা পানি ঢেলে দিলেই চলবে। এরপর তোমার সর্বাঙ্গে পানি ঢেলে দিবে। এ ভাবেই তুমি পবিত্রতা অর্জন করবে’ (ছহীহ মুসলিম, হা/৩৩০; মিশকাত, হা/৪৩৮)। মৃত নারীদের কেশ লম্বা থাকার কারণে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত নারীদের চুল তিনভাগ করে পিছনে রেখে দিতেন (ছহীহ বুখারী, হা/১২৬৩; ছহীহ মুসলিম, হা/৯৩৯)।

দ্বিতীয়ত: বর্তমানে নারীদের চুল ছোট করার যে পদ্ধতি তা বিধর্মীদের সাথে সাদৃশ্যশীল। আর বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি বিজাতীর সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে (আবূ দাঊদ, হা/৪০৩১)। তবে চুল কাটতে চাইলে পিছন দিক থেকে সমানভাবে চুলের কিছু অংশ কাটতে পারে (ছহীহ মুসলিম, হা/৩২০)।


প্রশ্নকারী : সুমাইয়া আক্তার মিম

দক্ষিণখান, ঢাকা।


Magazine