কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : কোনো মেয়েকে বিবাহ করতে চাইলে তার কোন কোন অঙ্গ দেখা বৈধ হবে?

উত্তর : পাত্রী দেখতে গিয়ে বরের জন্য পাত্রীর চেহারা, হাত ও পায়ের পাতা দেখা বৈধ। অনেকে বলেছেন, মাথার চুল দেখাও যায়। তবে শর্ত হলো পাত্রীকে নিয়ে নির্জনতা অবলম্বন করা বৈধ নয়; বরং তার সঙ্গে তার কোনো মাহরাম পুরুষ (বাপ-ভাই) অবশ্যই থাকতে হবে। পিতা-মাতার উচিত হবে না তাদের কোনো এক রুমে একাকী ছেড়ে দেওয়া। মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো পুরুষ যেন কোনো বেগানা নারীর সঙ্গে তার সাথে এগানা (মাহরাম) পুরুষ ছাড়া অবশ্যই নির্জনতা অবলম্বন না করে’ (ছহীহ বুখারী, হা/৩০০৬; ছহীহ মুসলিম, হা/৩৩৩৬)।

প্রশ্নকারী : ইবরাহীম হোসেন

বরিশাল।


Magazine