কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : আমাদের সমাজে কোনো মেয়ের বিয়ে হলে বাধ্যতামূলকভাবে ২০ কেজি খাগড়ায়/বাতাসা দিতে হয়। সমাজের ৮৪টি পরিবারের সবাইকে যে কোনো একদিন দুপুরে ভাত, মাছ, আলুঘন্ট ও ডাল দিয়ে খেতে দিতে হয়। যদি কোনো ছেলে দ্বিতীয়বার বিয়ে করে তাহলে তাকেও ঐ নিয়ম মানতে হয়। সমাজে প্রচলিত এই প্রথার শারঈ কোনো অনুমোদন আছে কি?

উত্তর : প্রথমত, ইসলামে বিয়ে উপলক্ষ্যে অলীমা অনুষ্ঠান ব্যতীত কোনো প্রকারের অনুষ্ঠান বা আয়োজন করা বৈধ্য নয়। বর্তমানে বিয়েকে উপলক্ষ্য করে অলীমা অনুষ্ঠান ব্যতীত গায়ে হলুদের নামে নষ্টামি, বরপক্ষ মেয়ের বাড়িতে জোরপূর্বক লোক চুক্তি করে খাবার আয়োজন করানো, অপ্রয়োজনীয় আলোকশয্যা, শোডাউন ইত্যাদির সবই ইসলাম পরিপন্থী গর্হিত কাজ। তাই এসব অবশ্যই বর্জন করতে হবে। তবে বর-কনেকে সাজানোর জন্য রং বা হলুদ দিয়ে গোসল করানো যেতে পারে (ছহীহ বুখারী, হা/৫১৫৫)। এ ক্ষেত্রে কোনো অপচয় করা যাবে না। দ্বিতীয়ত, অলীমা অনুষ্ঠান ছেলের পক্ষ হতে তার সামর্থ্য অনুযায়ী অনুষ্ঠিত হবে; মেয়ের পক্ষ হতে নয়। আরো সহজভাবে বলতে গেলে বিয়েতে মোহর থেকে শুরু করে যাবতীয় খরচ ছেলে পক্ষকে বহন করতে হবে। বিয়েতে মেয়ে পক্ষের কোনো খরচ করার বিধান ইসলামে নেই। চাপিয়ে দিয়ে তো আরো নয়। প্রশ্নোল্লিখিত বিবরণে মেয়ে পক্ষ ২০ কেজি খাগড়ায় প্রদান, ৮৪টি পরিবারকে দুপুরে খাদ্য প্রদানে বাধ্যবাধকতাসহ আরো যে সকল সামাজিক প্রথার প্রচলন রয়েছে তার সবই ইসলাম বিরোধী এবং অবশ্যই তা যুলম। সুতরাং এগুলোর সবকিছুই একান্ত বর্জনীয়।

প্রশ্নকারী : মতীউর রহমান

নওগাঁ।


Magazine