কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : বিভিন্ন নাটক-নাটিকা ও সিনেমায় অভিনয়ের সময় ছেলে-মেয়েদেরকে বিবাহ দেওয়া হয়। এ বিবাহ কি কার্যকর হবে?

উত্তর : বিবাহের যে সকল শর্ত রয়েছে, যেমন- মেয়ের অবিভাবকের অনুমতি, দুজন সাক্ষীর উপস্থিতি ও মোহরানা নির্ধারিত হওয়া ইত্যাদি... যদি পাওয়া যায় তাহলে নাটক-নাটিকা ও সিনেমার অভিনয়সহ সকল অবস্থায় বিবাহ কার্যকর হয়ে যাবে। কেননা বিবাহের ক্ষেত্রে ঠাট্টা-বিদ্রুপ বা অভিনয় চলবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা বাস্তবিকই ধর্তব্য। তা হলো বিবাহ, তালাক ও স্ত্রীকে ফিরিয়ে আনা (আবূ দাঊদ, হা/২১৯৪, সনদ হাসান; ইবনু মাজাহ, হা/২০৩৯, সনদ হাসান; তিরমিযী, হা/১১৮৪)। যেহেতু এই তিনটি বিষয়ে কোনো প্রকার অভিনয় বা ঠাট্টা চলে না সেহেতু বিবাহের সকল শর্ত যদি অভিনয়ের বিবাহে বিদ্যমান থাকে, তাহলে বিবাহ কার্যকর হয়ে যাবে। উল্লেখ্য যে, নাটক-সিনেমার নামে যে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা ও নোংরামি সমাজে চলছে এগুলো কখনোই ইসলাম সর্মথন করে না। বরং এগুলোর মাধ্যমে যুবসমাজের চারিত্রক ও নৈতিক অবক্ষয় ঘটছে। ফলে সমাজে যেনা-ব্যভিাচার বৃদ্ধি পাচ্ছে। তবে নগ্নতা, অশ্লীলতা, অবৈধ ও অশ্লীল কথা-বার্তা ইত্যাদি না থাকলে সামাজিক উপকারার্থে ইসলামী নাটক-নাটিকা বা সংলাপ করা যেতে পারে।

প্রশ্নকারী : শাকিল বাবু

লালপুর, নাটোর।

Magazine