উত্তর : ইমামকে মধ্যস্থানে রেখে ডান দিকে পুরুষ এবং বাম দিকে মহিলারা দাঁড়িয়ে ছালাত আদায় করার পদ্ধতি জায়েয নয়। তবে এক্ষেত্রে দুই পদ্ধতিতে ছালাত জায়েয। তা হলো, (এক) ইমামের পিছনে পুরুষরা দাঁড়াবে, পুরুষদের কাতার শেষ হলে তাদের পিছনে মহিলারা দাঁড়াবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পুরুষদের জন্য প্রথম লাইন উত্তম এবং শেষের লাইন মন্দ। মহিলাদের জন্য শেষের লাইন উত্তম এবং প্রথম লাইন মন্দ’ (ছহীহ মুসলিম, হা/৪৪০; মিশকাত, হা/১০৯২)। (দুই) ইমামের পিছনে পুরুষরা দাঁড়াবে আর মহিলারা পুরুষদের কোনো এক পাশে (ডানে অথবা বামে) পৃথকভাবে পর্দার অন্তরালে দাঁড়াবে এবং পুরুষ ইমামের অনুসরণ করবে। হাসান বছরী রাহিমাহুল্লাহ বলেন, ‘ইমাম ও তোমার মাঝে নদীর অন্তরাল থাকলেও ছালাত আদায় করতে অসুবিধা নেই’। আবু মিজলায রাহিমাহুল্লাহ বলেন, ‘যদি ইমামের তাকবীর শোনা যায় তাহলে ইমাম ও মুক্তাদীর মধ্যে রাস্তা বা দেয়াল থাকলেও অনুসরণ করা যায়’ (ছহীহ বুখারী, ‘ইমাম ও মুক্তাদীর মাঝে প্রাচীর বা অন্তরাল’ অধ্যায়)।
প্রশ্নকারী : মনিরুল ইসলাম
পত্নীতলা, নওগা।