প্রশ্ন (৩৯): কোনো এক মজলিসে যদি কারো নাম উচ্চারণ করা হয় এবং ঠিক তখনই সে ব্যক্তি উপস্থিত হয়, তখন অনেকে বলেন, ‘আপনি অনেক দিন বাঁচবেন’— এ কথা কতটুকু যুক্তিসম্মত ও শরীআতসম্মত?
উত্তর: শরীআতে এই ধরনের কথার কোনো ভিত্তি নেই। এমনিভাবে এটা যুক্তিসম্মত কথাও নয়। বরং এটি কুসংস্কার ও হিন্দুয়ানী নীতি।