উত্তর: উক্ত অবস্থায় পূর্ণ ছালাত আদায় করতে হবে। আবূ মিজলায রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, আমি ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা–কে বললাম, মুসাফির মুক্বীম ইমামের সাথে দুই রাকআত পেলে তার জন্য কি দুই রাকআতই যথেষ্ট নাকি মুক্বীমের ন্যায় পূর্ণ ছালাত আদায় করবে? রাবী বলেন, ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হাসলেন এবং বললেন, সে তাদের মতোই পূর্ণাঙ্গ ছালাত আদায় করবে (বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/৫৭১২; ইরওয়া, হা/৫৭১-এর আলোচনা দ্র.)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।