উত্তর: রাস্তা বন্ধ রাখা শরীআতে অত্যন্ত গর্হিত কাজ। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রাস্তায় বসা থেকে তোমরা সাবধান থাক’। লোকেরা বলল, আল্লাহর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! না বসে তো আমাদের চলে না? তখন তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি বসতেই হয়, তাহলে রাস্তার হক্ব আদায় করে দাও’। তারা বলল, রাস্তার হক্ব কী? তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘চোখ নিচু রাখা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের উত্তর দেওয়া এবং সৎকাজের আদেশ ও মন্দকাজে বাধা দেওয়া’ (ছহীহ বুখারী, হা/৬২২৯)।
প্রশ্নকারী : জহিরুল ইসলাম
দোহার, ঢাকা।