কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : অনেকেই বলেন, রামাযান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে। একথা কি ঠিক?

উত্তর : ‘রামাযান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে’ কথাটি ঠিক নয়। কেননা এখনো পাপীদেরকে জাহান্নামে দেওয়া হয়নি। সেটা হবে বিচারের মাঠে। বরং জাহান্নামের দরজা বন্ধ থাকে।আর এটা বলে মহান আল্লাহর এক বিশেষ দয়ার কথা বুঝানো হয়েছে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রামাযান শুরু হলে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য এক বর্ণনায় আছে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শিকলবন্দী করা হয়। অন্য বর্ণনায় আছে, ‘রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়’ (ছহীহ বুখারী, হা/১৮৯৯, ৩২৭৭; ছহীহ মুসলিম, হা/১০৭৯; মিশকাত, হা/১৯৫৬)। এর অর্থ হলো- যে সমস্ত গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তা থেকে তাদের ইচ্ছাকে অন্য দিকে ফিরিয়ে দেওয়া (তুহফাতুল আহওয়াযী, ৩/২৯২)।

শফিকুল ইসলাম

চাঁদমারী, পাবনা।


Magazine