কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): আমি ওষুধ কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করি। ডাক্তারের কাছে গিফট, টাকা, ভ্রমণের বিনিময়ে ওষুধ লেখার অনুরোধ করি।এটি কি ঘুষ? এইভাবে উপার্জন কি হালাল?

উত্তর: কোনো কোম্পানির ওষুধ লেখার শর্তে কোম্পানি যদি ডাক্তারকে উপহার কিংবা টাকা দেয়, তাহলে তা সুস্পষ্ট ঘুষ ও প্রতারণা বলে বিবেচিত হবে। সেটা গ্রহণ করা জায়েয হবে না। তা গ্রহণ করলে তিনি প্রতারক। কেননা ডাক্তার যদি সেই কোম্পানির ওষুধ না লিখে, তাহলে তো কোম্পানি তাকে এক পয়সাও দিবে না। এমনকি কোনো প্রকার শর্ত ছাড়াও যদি উপহার দিতে আসে, তাহলে সেটাও গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। তখন বিবেকে না চাইলেও মনের দিক থেকে ডাক্তার উক্ত কোম্পানির প্রতি সহানুভূতি দেখাবেন। অথচ ডাক্তারের কর্তব্য হলো কোম্পানির ওষুধের গুণগত মান, কার্যকারিতা ও রোগীর অবস্থা বিবেচনা করে প্রেসক্রাইব করা। আবূ উমামাহ রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করার কারণে যদি সে তাকে কিছু উপহার দেয় এবং সে তা গ্রহণ করে, তাহলে সে সূদের একটি বড় দরজা দিয়ে প্রবেশ করল’ (আবূ দাঊদ, হা/৩৫৪১)।

প্রশ্নকারী : আহমাদ

ঢাকা।


Magazine