কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): আমি কোম্পানিতে চাকরি করি। কিছু টাকা অবৈধভাবে উপার্জন করেছি। এখন যদি কোম্পানির কাছে ক্ষমা চাই, তাহলে কি সে টাকা হালাল হয়ে যাবে?

উত্তর: না। এক্ষেত্রে কোম্পানির কাছে টাকা ফেরত দিতে হবে। যদি তাদের কাছে ফেরত দেওয়া সম্ভব না হয়, তাহলে ছওয়াবের আশা ব্যতীত তাদের নামে দান করে দিতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি করবে বা অন্য কোনো বিষয়ে যুলমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোনো দীনার বা দিরহাম থাকবে না’ (ছহীহ বুখারী, হা/২৪৪৯)।

প্রশ্নকারী : তাহমিদ

নোয়াখালী।


Magazine