কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): আমরা জানি যে, বদনজর সত্য। গাড়ি, বাড়ি বা অন্য কোনো জিনিসে বদনজর লাগলে এ থেকে বাঁচার উপায় কী?

উত্তর: বদনজর সত্য। বদনজরে মানুষের ক্ষতি হয়, যেমন- অসুস্থতা, সন্তান অসুস্থ হয়ে পড়া ইত্যাদি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর সম্পর্কে বলেছেন, ‘নিশ্চয়ই বদনজর সত্য। যদি কদরকে তথা ভাগ্যকে অতিক্রম করার কিছু থাকত, তবে বদনজরই তা অতিক্রম করত’ (ছহীহ মুসলিম, হা/২১৮৮)। বদনজর থেকে বাঁচার পদ্ধতি সমূহ- ১. আল্লাহর হুকুম পালনের জন্য পর্দা করা। পর্দা বদনজর থেকে রক্ষা করবে, ইন-শা-আল্লাহ! (আন-নূর, ২৪/৩১)। ২. আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া (আল-ফালাক্ব, ১১৩/১)। ৩. কুরআনের নির্দিষ্ট সূরাগুলো সকাল-সন্ধ্যায় নিয়মিত তেলাওয়াত করা। যেমন- সূরা নাস, ফালাক্ব, ইখলাছ, আয়াতুল কুরসী। ৪. সকাল ও সন্ধ্যার আযকারের প্রতি যত্নবান হওয়া। ৫. প্রশংসার সময় ‘মা-শা-আল্লাহ’ বলা। যখন কারো সৌন্দর্য, সফলতা, সন্তান ইত্যাদি দেখবেন বা প্রশংসা করবেন, তখন ‘মা-শা-আল্লাহ’ বলা ইত্যাদি।

প্রশ্নকারী : এস. এম. আসিফ ফয়সাল

মোহাম্মদিয়া হাউজিং লি., ঢাকা।


Magazine