কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): ওযূর পর أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ পড়ার সময় আকাশের দিকে শাহাদাত আঙুল তুলে বা আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে, এটা কি ঠিক?

উত্তর: ওযূর পর এই দু‘আটি পড়ার সময় আকাশের দিকে তাকানোর ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। তবে যেসব হাদীছে আসমানের দিকে তাকানোর কথা উল্লেখ আছে সেসব হাদীছের ‘আসমানের দিকে তাকানো’র অংশটুকু যঈফ (ইরওয়াউল গালীল, ১/১৩৫)।


Magazine