উত্তর: উক্ত দু‘আ মসজিদে যাওয়ার সময় পড়া যেতে পারে। পূর্ণ দু‘আটি হলো, اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ شِمَالِي نُورًا، وَأَمَامِي نُورًا، وَخَلْفِي نُورًا، وَفَوْقِي نُورًا، وَتَحْتِي نُورًا، وَاجْعَلْ لِي نُورًا. أَوْ قَالَ: وَاجْعَلْنِي نُورًا ‘আল্ল-হুম্মাজআল ফী ক্বলবী নূরাও, ওয়া ফী সামঈ নূরাও, ওয়া ফী বাছারী নূরাও, ওয়া আন ইয়ামীনী নূরাও, ওয়া আন শিমালী নূরাও, ওয়া আমা-মী নূরাও, ওয়া খলফী নূরাও, ওয়া ফাওকী নূরাও, ওয়া তাহতী নূরাও, ওয়াজ আল্লী নূরান’ (ছহীহ মুসলিম, হা/৭৬৩)। হাদীছে এসেছে, তারপর মুয়াযযিন আযান দিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতের দিকে এই দু‘আ বলতে বলেতে বের হতেন, আল্ল-হুম্মাজআল ফী ক্বলবী নূরাও... (ছহীহ মুসলিম, হা/৭৬৩)।
প্রশ্নকারী : সিরুল মিজান
মৌলভীপাড়া, রংপুর সদর।