কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : ক্লাস রুমে শিক্ষক প্রবেশ করলে ছাত্রদের দাঁড়িয়ে গিয়ে শ্রদ্ধা জানানো বৈধ কি?

উত্তর: না, এমন শ্রদ্ধার কিয়াম বৈধ নয়। যেহেতু আনাস রযিয়াল্লাহু আনহু বলেন, তাদের (ছাহাবাদের) নিকট রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অন্য কেউই প্রিয়তম ছিল না। তা সত্ত্বেও তারা যখন তাকে দেখতেন, তার জন্য উঠে দাড়াতেন না। যেহেতু তারা জানতেন যে, তিনি তা অপছন্দ করেন’ (তিরমিযী, হা/২৭৫৪)। শিক্ষকের জন্য এমন শ্রদ্ধা নেওয়া বৈধ নয়। আর ছাত্রদের জন্য এ ধরণের শ্রদ্ধা প্রদর্শনের আদেশ পালন করাও বৈধ নয়।

প্রশ্নকারী : আব্দুর রউফ

 চট্টগ্রাম।

Magazine