উত্তর: রাগ আসে শয়তানের পক্ষ থেকে। তাই রাগ দমনের জন্য ‘আঊযু বিল্লাহি মিনাশ-শাইত্বনির রাজীম’ দু‘আটি পড়তে হয়। সুলায়মান ইবনু সুরাদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন দুইজন লোক গালাগালি করছিল। তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমি এমন একটি দু‘আ জানি, যদি এ লোকটি তা পড়ে তবে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে আঊযু বিল্লাহি মিনাশ-শায়ত্বনির রাজীম অর্থাৎ আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই, তবে তার রাগ চলে যাবে’। তখন তাকে বলা হলো, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি (ছহীহ বুখারী, হা/৩২৮২; ছহীহ মুসলিম, হা/২৬১০)।
প্রশ্নকারী : আব্দুল আহাদ
দিনাজপুর।