কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : আক্বীকার দিনে শিশু কন্যার মাথা মুণ্ডন করার হুকুম কী? নিচের দু‘আটি কি সঠিক? ‘আল্লাহুম্মা মিনকা ওয়া-লাকা আক্বীকাতু ফুলানিন’।

উত্তর : (ক) : আক্বীকার দিন নবজাত শিশুর মাথা মুণ্ডন করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। এ ক্ষেত্রে কন্যা ও পুত্র সন্তানের মাঝে কোনো পার্থক্য নেই। আমের আদ-দাব্বী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘শিশুর জন্মের সাথে আক্বীকা (অঙ্গাঙ্গিভাবে) জড়িত। সুতরাং তার পক্ষ হতে তোমরা রক্ত প্রবাহিত (যবেহ) করো। আর তার শরীর হতে ময়লা দূর করে দাও’ (অর্থাৎ মাথার চুল মুণ্ডন করে দাও) (ছহীহ বুখারী, হা/৫৪৭; তিরমিযী, হা/১৫১৫; আবূ দাঊদ, হা/২৮৩৯)। (খ) : বিসমিল্লাহ বলে যবেহ করা যথেষ্ট। তবে প্রশ্নোল্লেখিত দু’আটি আক্বীকার সময় পাঠ করা যায়। ক্বাতাদা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুরবানীর পশু যবেহর সময় যেভাবে নাম উল্লেখ করা হয় তদ্রূপ আক্বীকার ক্ষেত্রেও যেন উল্লেখ করা হয়। অর্থাৎ এইভাবে যেন বলা হয় بِسْمِ اللهِ، عَقِيقَةُ فُلاَنٍ ‘বিসমিল্লাহি আক্বীকাতু ফলানিন’ (মুসান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৪৭৫৩)। অপর বর্ণনায় দু’আটি এইভাবে বর্ণিত হয়েছে- اللَّهُمَّ مِنْكَ وَلَكَ ، عَقِيقَةُ فُلاَنٍ ، بِسْمِ اللهِ وَاللَّهُ أَكْبَرُ ‘আল্লাহুম্মা মিনকা ওয়া-লাকা আক্বীকাতু ফুলানিন’ বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার’ (মুসান্নাফ ইবনু আবী শায়বা, হা/২৪৭৫৪; নায়লুল আওতার, ৫/১৫১ পৃ.)। উল্লেখ্য যে, ফুলানিন শব্দের স্থানে শিশুর নাম ‍উল্লেখ করবে।

প্রশ্নকারী : আহিজুদ্দীন

আসাম, ভারত।

 

Magazine