কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে যে কোনো পণ্য ক্রয় করার সময় ১২/১৬ মাসের আলাইহিস সালাম EMI মাধ্যমে ক্রয় করা কি ঠিক হবে? উল্লেখ্য, যে কোনো পণ্যের দাম ৫০ টাকা; কিন্তু আলাইহিস সালাম EMI এর মাধ্যমে ১২/১৬ মাসে সেই টাকা পরিশোধ করলে সেখানে বাড়তি কিছু টাকা দিতে হয়।

উত্তর: ইএমআই (EMI) Equated Monthly Installment হলো একটি পদ্ধতি যেখানে মাসিক কিস্তিতে ক্রয়বিক্রয় করা হয়। বিনা সূদে কিস্তি বা ০% সূদে ইএমআই হলে তা বৈধ। যেমন- কোনো পণ্য নগদে ১২০ টাকা হলে ৩ মাসে ৪০ টাকা করে ১২০ টাকা। যেমনভাবে আয়েশা রাযিয়াল্লাহু আনহা বারীরাকে আজাদ করেছিলেন (ছহীহ বুখারী, হা/৪৩৬)। তবে বাড়তি মূল্য পরিশোধ করতে হলে তা বৈধ হবে না। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিক্রির মধ্যে দুই রকমের বিক্রি হতে নিষেধ করেছেন (মুওয়াত্ত্বা মালেক, হা/২৪৪৪; তিরমিযী, হা/১২৩১)। অতএব, এভাবে বাকিতে অতিরিক্ত মূল্যের বিনিময়ে ক্রয়-বিক্রয় করা যাবে না।

প্রশ্নকারী: মো. ইবরাহিম

তানোর, রাজশাহী।

Magazine