কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : ছালাতে কাতারের ডান পাশে দাঁড়ানোর বিশেষ কোনো ফযীলত আছে কি?

উত্তর : হ্যাঁ, কাতারের ডান পাশে দাঁড়ানোর মধ্যে বিশেষ কিছু ফযীলত আছে। বারা ইবনু আযেব রাযিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে ছালাত আদায় করতাম তখন তার ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম, যেন তিনি সালাম ফিরানোর পরে আমাদের দিকে মুখ করে বসেন (আবূ দাঊদ, হা/৬১৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, নিশ্চয় কাতারের ডান দিকের (মুছল্লীর) উপর আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা দু‘আ করেন (আবূ দাঊদ, হা/৬৭৬; ইবনু হিব্বান, হা/২১৬০)।

প্রশ্নকারী : নূর ইসলাম

বরিশাল।


Magazine