উত্তর : কুরবানী করার সময় বলবে, بِاسْمِ اللهِ وَاللهُ أَكْبَرُ ‘বিসমিল্লা-হি ওয়াল্লাহু আকবার’ (ছহীহ মুসলিম, হা/১৯৬৬)। এর সাথে ‘আল্ল-হুম্মা তাক্বাব্বাল মিন্নী’ও বলা যাবে (ছহীহ মুসলিম, হা/১৯৬৭; আলবানী, মানাসিকুল হাজ্জ, পৃ. ৩৫)। তাছাড়া ‘আল্লাহুম্মা তাক্বাব্বাল মিন্নী ওয়া মিন আহলি বায়তী’ দু‘আও পড়া যায় (ইবনু মাজাহ, হা/৩১৪৭)।
প্রশ্নকারী : আব্দুস সামাদ
দৌলতপুর, কুষ্টিয়া।