কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : ছালাত আদায়ের সময় সামনে মোবাইল, ঘড়ি, চশমা ইত্যাদি রেখে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : ছালাতের সময় সামনে এমন কিছু রাখা যাবে না যাতে ছালাতের একাগ্রতা নষ্ট হয়। একদা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশাযুক্ত চাদর গায়ে দিয়ে ছালাত আদায় করেছিলেন। এতে তাঁর ছালাতের একাগ্রতা নষ্ট হয়েছিল। ফলে তিনি ছালাত শেষে আয়েশা রযিয়াল্লাহু আনহা-কে বলেন, ‘চাদরটি আবূ জাহমের কাছে নিয়ে যাও এবং তার আনবিজানিয়্যাহ বা কারুকার্যবিহীন চাদরটি আমার জন্য নিয়ে এসো’ (ছহীহ বুখারী, হা/৩৭৩; ছহীহ মুসলিম, হা/৫৫৬)। আনাস রযিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর একটি পর্দা ছিল, যা দ্বারা তিনি ঘরের একদিক ঢেকে রেখেছিলেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার এ পর্দা সরিয়ে ফেল। কারণ তার ছবিসমূহ আমার ছালাতের মাঝে আমার চোখে পড়ে’ (ছহীহ বুখারী, হা/৩৭৪)। সুতরাং এগুলো সামনে রাখলে যদি ছালাতের মনোযোগ নষ্ট হয়, তাহলে এগুলো সামনে রাখা উচিত হবে না।

প্রশ্নকারী : জাহিদুর রহমান

ঢাকা।


Magazine