উত্তর : পিতামাতা অনেক সম্মানী মানুষ। তাদেরকে সর্বদাই সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। কিন্তু যেহেতু স্বামীর সাথে সংসার করতে হবে, তাই সেক্ষেত্রে স্বামীর আদেশ মান্য করে চলবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন স্বামী উপস্থিত থাকবে, তখন স্বামীর অনুমতি ব্যতীত মহিলার জন্য নফল ছিয়াম পালন বৈধ নয় এবং স্বামীর অনুমতি ব্যতীত অন্য কাউকে তার গৃহে প্রবেশ করতে দেবে না’ (ছহীহুল বুখারী, হা/৫১৯৫)। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে’ (ইবনু মাজাহ, হা/১৫১৫)।
প্রশ্নকারী : এমদাদুল হক্ব
ফেনী।