কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন(৯) : অযূ করার পরে যদি অযূ ভঙ্গ হওয়া নিয়ে সন্দেহ হয়, তাহলে এমতাবস্থায় আমার করণীয় কী?

উত্তর : অযূ করার পর অযূ ভেঙ্গে গেছে মর্মে নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐ অযূ ভঙ্গ হবে না। বরং সেই অযূতেই ছালাত আদায় করা যাবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যার ছালাতে অযূ ভেঙ্গে গেছে মর্মে সন্দেহ হয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘সে ব্যক্তি যতক্ষণ বায়ু নির্গমণের কোনো আওয়ায বা গন্ধ না পায় ততক্ষণ যেন সে ছালাত ছেড়ে না দেয়’ (ছহীহ বুখারী, হা/১৭৭; ছহীহ মুসলিম, হা/৩৬১)। অর্থাৎ অযূ ভেঙ্গে গেছে এমন সন্দেহ নির্ভর হয়ে যেন ছালাত ছেড়ে না দেয়। অত্র হাদীছ প্রমাণ করে যে, সন্দেহের কারণে অযূ ভঙ্গ হবে না।

প্রশ্নকারী : আরিফুল ইসলাম

সিলেট।


Magazine