কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): রামাযান উপলক্ষ্যে যমুনা টিভির এক ইসলামিক প্রোগ্রামে বলা হয়- ‘যে ব্যক্তিসূরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন তাকে এমন একটি নূর দেওয়া হবে যা তারঅবস্থান থেকে মক্কা পর্যন্ত আলোকিত করবে’। হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।

উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ লি গয়রিহী (সিলসিলা ছহীহাহ, হা/২৬৫১; ছহীহুত তারগীব ওয়াত তারহীব, হা/১৪৭৩)।

প্রশ্নকারী : মোছা. মারুফা খাতুন

শিবগঞ্জ, বগুড়া



Magazine