উত্তর: প্রশ্নোল্লিখিত ক্ষেত্রে ছেলের করণীয় হলো ধৈর্যধারণ করা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে পিতামাতার কাছে বিনয়ের সাথে বাস্তবতা তুলে ধরা। যদি এতেও কাজ না হয়, তাহলে এমন ব্যক্তির মধ্যস্থতায় বুঝানোর চেষ্টা করা, যাকে তারা শ্রদ্ধা করেন। এতে আশা করা যায় সমাধান হবে, ইন-শা-আল্লাহ! রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাযিয়াল্লাহু আনহু-কে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন, وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ ‘তোমার পিতামাতার অবাধ্য হয়ো না, এমনকি যদি তারা তোমাকে তোমার পরিবার ও সম্পদ থেকে বেরিয়ে যেতে আদেশ করেন তবুও’ (মুসনাদে আহমাদ, হা/২২০৭৫)।
প্রশ্নকারী : ইমন খান
আশুলিয়া, ঢাকা।
