কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : তাদলীস কী?

উত্তর : তাদলীসের আভিধানিক অর্থ-كِتْمان عَيْبِ السلعة عن المشتري ‘ক্রেতার কাছে পণ্যের দোষ গোপন করা’। তবে মৌলিকভাবে অভিধানে تدليس শব্দটি دلس ‘দালসুন’ শব্দমূল থেকে উদগত। এর অর্থ- ধোঁকা বা অন্ধকার। আবার কেউ কেউ বলেছেন, اختلاط الظلام ‘অন্ধকারের সংমিশ্রণ’। পরিভাষায় এর অর্থ হলো- هو الحديث الذي أُخفي عيب في إسناده لكي يصبح ظاهره حسنا ‘এমন হাদীছ যার সনদের ক্রটি গোপন করা হয়, যেন বাহ্যিকভাবে তা ছহীহ মনে হয়’। (আসইলাতুস সুন্নিয়্যাহ ‘আলাল মানযুমাতিল বায়ক্বুনিয়্যাহ, ১/২২)। অভিধানের সাথে সঙ্গতি রেখে এভাবে বলা যায়। এ পদ্ধতিতে বর্ণনাকারী লোকদেরকে অন্ধকারে রাখে। এটি দুইভাবে বিভক্ত। (ক) তাদলীসুল ইসনাদ : শিক্ষকের কাছ থেকে শোনা নয়, এমন কোনো হাদীছকে তার নামে বর্ণনা করা। (খ) তাদলীসুশ শুয়ূখ : দুইজন নির্ভরযোগ্য বর্ণনাকারীর মাঝে যদি কোন দুর্বল বর্ণনাকারী থাকে, তাহলে সনদটিকে ছহীহ দেখানোর মানসে মাঝ থেকে দুর্বল বর্ণনাকারীকে বিলুপ্ত করে দেওয়া। এই দুই প্রকারের আরও বিশদ ব্যাখ্যা আছে (বিস্তারিত দেখুন, যঈফ হাদীছ কেন বর্জনীয়, পৃঃ ১৬৯-১৭০, অনুবাদ ও সংকলনে কামাল আহমাদ)।

প্রশ্নকারী : শু‘আইব

কাতলাসেন, ময়মনসিংহ।


Magazine