কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : নতুন বউ দেখতে এসে টাকা দেওয়ার বিধান কি?

উত্তর: বিয়ের আগে কনেকে দেখে নেওয়া বিধেয়। যাতে পছন্দ-অপছন্দ করার মতো সুযোগ হাতছাড়া না হয়ে যায়। প্রিয় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তোমাদের কেউ কোনো রমণীকে বিবাহের প্রস্তাব দেয়, তখন যদি প্রস্তাবের জন্যই তাকে দেখে, তবে তা দূষণীয় নয়, যদিও ঐ রমণী তা জানতে না পারে’ (মুসনাদে আহমাদ, হা/২৩৬৫০; সিলসিলা ছহীহা, হা/৯৭)। অত্র হাদীছে বিবাহের পূর্বে পাত্রি দেখার বৈধতা প্রমাণিত হয়। কিন্তু তাকে দেখতে এসে টাকা দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই এভাবে টাকা দেওয়া ঠিক নয়। না দিলে আবার অনেকে সমালোচনা করে থাকে এটিও ঠিক নয়। এটা একটি সামাজিক কুসংস্কার। যা বিধর্মীদের মাধ্যমে মুসলিম সমাজে প্রবেশ করেছে। সুতরাং এমন আমল পরিহার করা একান্ত কর্তব্য।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।

 

Magazine