কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): কোনো ব্যক্তি মারা গেলে মাইকিং করে তার মৃত্যুর সংবাদ দেওয়া যাবে কি

উত্তর : না, মাইকিং করে মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না। কেননা এটি জাহেলী প্রথা। তবে নিকটাত্মীয়, পরিচিতজন ও মুসলিমদের নিকটে সাধারণভাবে টেলিফোন, মোবাইল কিংবা সামাজিক যেকোনো যোগাযোগ মাধ্যমে মৃত্যু সংবাদ জানাতে পারবে। হাবশার বাদশাহ নাজ্জাশী মৃত্যুবরণ করলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু সংবাদ মুসলমানদের জানিয়ে দেন এবং জানাযার ছালাত আদায় করেন (ছহীহ বুখারী, হা/১২৪৫)।

প্রশ্নকারী: আবিদ হাসান

বগুড়া।


Magazine