কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): কোনো ব্যক্তি এক মহিলার সাথে ব্যভিচার করার পর তওবা করেছে। এখন সে কি তার মেয়েকে বিয়ে করতে পারে?

উত্তর: নিশ্চয় ব্যভিচার একটি বড় পাপ ও গর্হিত অপরাধ। তবে কোনো ব্যক্তি যদি কোনো মহিলার সাথে ব্যভিচার করে, তাহলে ঐ মহিলার মেয়ে বা মা তার জন্য হারাম হয়ে যায় না (আল-উম্ম লি-শাফেঈ, ৭/১৬৪)। হারেস বলেন, আমি ইবনে মুছাইয়াব ও উরওয়াকে জিজ্ঞাসা করলাম ঐ ব্যক্তি সম্পর্কে যে কোনো এক মহিলার সাথে ব্যভিচার করেছে, তার জন্য ঐ মহিলার মেয়েকে বিবাহ করা কি বৈধ? তারা দুইজন বললেন, কোনো হারাম হালালকে হারাম করে দেয় না (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/১২৭৬৬)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine