উত্তর : না, ছানা পড়তে হবে না। বরং বাকি ছালাত আদায় করে সাহু সিজদা দিয়ে সালাম ফিরাবে। আবূ ক্বাতাদা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সালাত আদায় করছিলাম। হঠাৎ তিনি লোকদের (আগমনের) আওয়াজ শুনতে পেলেন। ছালাত শেষে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কী হয়েছিল? তাঁরা বললেন, আমরা ছালাতের জন্য তাড়াহুড়া করে আসছিলাম। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এরূপ করবে না। যখন ছালাতে আসবে ধীরস্থিরভাবে আসবে (ইমামের সাথে) যতটুকু পাবে আদায় করবে, আর যতটুকু ছুটে যায় তা (ইমামের সালাম ফিরানোর পর) পূর্ণ করবে’ (ছহীহ বুখারী, হা/৬৩৫; ছহীহ মুসলিম, হা/৬০২; মুসনাদে আহমাদ, হা/২২৬৭১)।
উল্লেখ্য যে, মাসবূক ইমামের সাথে যে রাকআত পায় তা তার প্রথম রাকআত হিসাবে গণ্য (দারাকুতনী, হা/১৫১৫)। আর ছানা প্রথম রাকআতে পড়তে হয়। যেহেতু প্রথম রাকআত হয়ে গেছে সেহেতু মাসবূক বাকি ছালাত আদায় করার জন্য আর ছানা পড়বে না।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
মোহনপুর, রাজশাহী।