কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : সব ব্যাংকই সূদ দেয়। আমার একটি অ্যাকাউন্ট করা প্রয়োজন এক্ষণে আমার করণীয় কী?

উত্তর: সূদ হারাম। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদখোর, সূদদাতা, সূদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ‘ওরা সকলেই সমান’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮; তিরমিযী, হা/১২০৬)। অতএব সূদ থেকে বেঁচে থাকা ফরয। তবে, বাধ্যগতভাবে যদি ব্যাংকে টাকা রাখতেই হয় তাহলে, রাখা যায়। সেক্ষেত্রে শুধু মূলধন রেখে বাকি অর্থ ফকীর-মিসকীনদেরকে অথবা জনকল্যাণমূলক কোনো কাজে ছওয়াবের নিয়্যত ছাড়া দিয়ে দিবে। কারণ আল্লাহ নিজে পবিত্র। আর পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০; ফাতাওয়া লাজনা দায়েমা, ১৪/২৭পৃ.; হবে (মাজমু‘ ফাতাওয়া ইবনু বায, ১৯/২৬৮ পৃ.)। আল্লাহ ভালো জানেন!

প্রশ্নকারী : রিফাত মাহমুদ

ধানমন্ডি, ঢাকা।


Magazine