উত্তর : মৃতের পক্ষ থেকে হজ্জ বা ওমরাহ করা যাবে। বুরায়দা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে বসেছিলাম। তখন এক মহিলা তাঁর কাছে উপস্থিত হলো। সে নিবেদন করল, হে আল্লাহর রসূল! আমি মা-কে আমার একটি বাঁদী ছাদাক্বা হিসেবে দান করেছিলাম। আমার মা মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ছওয়াব তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন মীরাছ (আইন) তোমাকে বাঁদিটি ফেরত দিয়েছে। মহিলাটি আবার বলল, হে আল্লাহর রসূল! আমার মায়ের উপর এক মাসের ছিয়াম (ফরয) ছিল। আমি কি তা তার পক্ষ থেকে আদায় করে দেব? তিনি বলেন, তার পক্ষ থেকে আদায় করবে। মহিলাটি পুনরায় বলল, আমার মা কখনো হজ্জ পালন করেননি। আমি কি তার পক্ষে হজ্জ আদায় করব? তিনি বললেন, হ্যাঁ। তুমি তার হজ্জ আদায় করে দাও (ছহীহ মুসলিম, হা/১১৪৯)। তবে বদলী হজ্জ আদায়কারী ব্যক্তিকে তার নিজের হজ্জ আগে আদায় করতে হবে। ইবনু ‘আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, ‘লাববাইকা আন শুবরুমা।’ তিনি জিজ্ঞেস করলেন, শুবরুমা কে? লোকটি বললো, আমার ভাই কিংবা আমার বন্ধু। তিনি বললেন, তুমি কি নিজের হজ্জ করেছ? সে বললো, না। তিনি বললেন, প্রথমে তোমার নিজের হজ্জ আদায় করে নাও, তারপর শুবরুমার পক্ষ থেকে হজ্জ করো (আবূ দাঊদ, হা/১৮১১)।
প্রশ্নকারী : সাজেদুল ইসলাম
রাজশাহী।