কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : আমাদের গ্রামের মসজিদের খতীব সাহেব জুমআর খুৎবায় বলেছেন, সূরা নাস, সূরা ফালাক,সূরা ইখলাস ও আরো একটি দু‘আ পড়ে হাতে তালি মারলে এই তালির শব্দ যত দূরে যাবে ততটুকু জায়গার মধ্যে কোনো জিন প্রবেশ করতে পারবে না। এই বক্তব্য কি সঠিক?

উত্তর : এগুলো বানোয়াট কথা, যা বর্জন করা অবশ্য কর্তব্য।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

বগুড়া।


Magazine