উত্তর : কুরআন আল্লাহ তাআলার কালাম, যা তিনি জিবরাইল আলাইহিস সালাম-এর মাধ্যমে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর নাযিল করেছেন। প্রতিটি মুসলিমের জন্য একে সম্মান করা আবশ্যক। কিন্তু সম্মান করার পদ্ধতি হিসেবে তাকে চুমা দেওয়ার বিষয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীগণ থেকে ছহীহ বর্ণনা আসেনি। তাই এটি সুন্নাত নয়, বরং বিদআত। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি এমন কোনো আমল করে, যাতে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটি বর্জনীয়’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। সুতরাং কুরআন তিলাওয়াত শেষে চুমা দেওয়া ও বুকে নেওয়া থেকে বিরত থাকতে হবে (ফাতওয়া নুরুন আলাদ দারব ইবনু উছাইমীন, ৪/২)।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।