উত্তর : ইশরাক্বের ছালাত দিনে একবার আদায় করে নিলে দ্বিতীয়বার আদায় করা যাবে না। কেননা নাম ভিন্ন হলেও ছালাত একই। মূলত হাদীছে صلاة الضحى নামটি এসেছে (মিশকাত, হা/১৩১০)। এই ছালাত আদায়ের সময় যেহেতু রোদ্রের তীব্রতা থাকে তাই ইশরাক্ব বলা হয়। ফার্সী ভাষায় চাশত বলা হয়। আর এর আদায়কারীদের أوابين (আওয়াবীন- আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী) বলা হয়।
প্রশ্নকারী : নজরুল ইসলাম
দূর্গাপুর, রাজশাহী।