কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : একই ছালাত নাম ৩টা। ইশরাক্ব, চাশত, আওয়াবীন। ইশরাক্বের ছালাত আদায় করলে বাকি ২টা (চাশত, আওয়াবীন) আদায় করা যাবে কি? আর যদিও করি, তাহলে কি ছওয়াব পাওয়া যাবে? দয়া করে জানাবেন।

উত্তর : ইশরাক্বের ছালাত দিনে একবার আদায় করে নিলে দ্বিতীয়বার আদায় করা যাবে না। কেননা নাম ভিন্ন হলেও ছালাত একই। মূলত হাদীছে صلاة الضحى নামটি এসেছে (মিশকাত, হা/১৩১০)। এই ছালাত আদায়ের সময় যেহেতু রোদ্রের তীব্রতা থাকে তাই ইশরাক্ব বলা হয়। ফার্সী ভাষায় চাশত বলা হয়। আর এর আদায়কারীদের أوابين (আওয়াবীন- আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী) বলা হয়।

প্রশ্নকারী : নজরুল ইসলাম

দূর্গাপুর, রাজশাহী।


Magazine