কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): একজন আমাকে ইউটিউব-এর ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করার বিনিময়ে অর্থ প্রদান করবে বলেছে। উক্ত অর্থ আমার জন্য গ্রহণ করা হালাল হবে কি?

উত্তর: তার ইউটিউব চ্যানেল যদি এডসেন্স মুক্ত হয় এবং তার কন্টেন্ট যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে অর্থ গ্রহণ করা যেতে পারে। ইউটিউব যেহেতু হারাম ও অশ্লীল বিজ্ঞাপন থেকে মুক্ত নয়, বিধায় বিজ্ঞাপনের মাধ্যমে তা থেকে অর্থ উপার্জন করাও জায়েয নয়। এক্ষেত্রে কারো চ্যানেল লাইক, সাবস্ক্রাইব করার মাধ্যমে তাকে অবৈধ পথে অর্থ উপার্জন করার কাজে সহযোগিতা করা যাবে না। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা নেকি ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পর সহযোগিতা করো না (আল মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : ওয়াফী

মীরপুর, ঢাকা।


Magazine