কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : ছালাতে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে মনে পড়ল আমার ওযূ ছিল না।এমতাবস্থায় করণীয় কী?

উত্তর : ছালাতের শর্তগুলোর মধ্যে অন্যতম একটি শর্ত হলো পবিত্রতা। তাই ইচ্ছাকৃতভাবেই হোক অথবা ভূলবশতই হোক, পবিত্রতাবিহীন ছালাত আদায় করলে সেই ছালাত বাতিল বলে গণ্য হবে। তাকে আবার পুনরায় সেই ছালাত আদায় করতে হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কারো ওযু নষ্ট হলে পুনরায় ওযু না করা পর্যন্ত মহান আল্লাহ তার ছালাত কবূল করবেন না’ (ছহীহ বুখারী, হা/৬৯৫৪)। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা বললেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, পবিত্রতা ছাড়া ছালাত কবুল হয় না (ছহীহ মুসলিম, হা/২২৪)। সুতরাং প্রশ্নে উল্লিখিত এমন পরিস্থিতিতে মনে হওয়ার সাথে সাথে ছালাত ছেড়ে দিতে হবে। তারপর ওযূ করে আবার পুনরায় ছালাত আদায় করতে হবে।

প্রশ্নকারী :  আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine