কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : কেউ যদি স্ত্রীকে তালাক দেয় যে, তুমি যখন বাচ্চা প্রসব করবে তখন তুমি তালাক। এই নারীর তালাক কখন কার্যকর হবে আর তার ইদ্দত কী হবে?

উত্তর: বিদ্যমান স্ত্রীকে কেউ যদি কোনো শর্তযুক্ত করে তালাক দেয়, তাহলে শর্ত পূরণ হওয়ার সাথে সাথে তালাক পতিত হয়ে যাবে। তাই বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে এক তালাক পতিত হবে। তার ইদ্দত শুরু হবে বাচ্চা প্রসবের দিন থেকে। এর পরে তিন হায়েয বা ৯০ দিনের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে না নিলে সে বায়েন হয়ে যাবে। তখন নতুন বিবাহ ছাড়া তাকে ফিরিয়ে নেওয়া যাবে না।

প্রশ্নকারী : নাজমুল হক্ব

নওগাঁ।


Magazine