উত্তর : ফ্যাশন বোরখা পরিধান করা মূলত পরপুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শনের শামিল। যা শরী‘আতে নিষিদ্ধ। আল্লাহ বলেন, ‘আর তোমরা তোমাদের গৃহে অবস্থান কর এবং প্রথম জাহেলী যুগের নারীদের মত সাজসজ্জা প্রদর্শন করে বেড়াবে না’ (সূরা আহযাব, ৩৩)। আল্লাহ আরও বলেন, ‘ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে’ (নূর, ৩১)। সুতরাং ফ্যাশন বোরখা নগ্ন পোষাকের অন্তর্ভূক্ত হবে কারণ তাতে শরীরের অবয়ব আবৃত হয় না। বরং নারীদেহকে আরও আকর্ষনীয় ভঙ্গিতে উপস্থাপন করে। এই ধরনের পোষাক সম্পর্কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘... আর ঐ সকল নারী, যারা কাপড় পরেও নগ্ন, যারা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট হয়, তাদের মাথাগুলো লোমশ বখতী উটের মত, তারা জান্নাতে প্রবেশ করবে না। এমনকি জান্নাতে সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ বহুদূর থেকে পাওয়া যায়’ (ছহীহ মুসলিম, হা/২১২৮; মিশকাত, হা/৩৫২৪)।
প্রশ্নকারী : ফাতিমা খাতুন
কাতলাসেন, ময়মনসিংহ।
