কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): জেলে আসামি কোনো খাবার খাওয়ালে সেটা খাওয়া কি জায়েয? আসামিদের জন্য তৈরিকৃত খাবার কারারক্ষীরা খেতে পারবে কি?

উত্তর: আসামি স্বেচ্ছায় আন্তরিকতার সাথে কোনো সুবিধাপ্রাপ্তির প্রত্যাশা ছাড়া খাবার‌ খাওয়ানো, এই অবস্থা বৈধ এবং শারঈ দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল, ইসলামের কোন জিনিসটি উত্তম? তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি খাদ্য খাওয়াবে ও চেনা-অচেনা সকলকে সালাম দিবে’ (ছহীহ বুখারী, হা/১২, ২৮, ৬২৩৬)। আর কোনো অতিরিক্ত সুযোগপ্রাপ্তির প্রত্যাশায় ঘুষ দেওয়ার নিমিত্তে খাবার খাওয়ানো; এই অবস্থা বৈধ নয়। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আছ রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষগ্রহীতাকে অভিসম্পাত করেছেন (আবূ দাঊদ, হা/৩৫৮০)। আর আসামিদের জন্য তৈরিকৃত খাবার থেকে কর্মকর্তা/কর্মচারীদের আহার্য গ্রহণ করা যদি সরকারিভাবে অনমোদিত হয়, তবে তা গ্রহণে কোনো অসুবিধা নেই। আর যদি এটি সরকারিভাবে অনুমোদিত না হয়, বরং আসামিদের জন্য বরাদ্দকৃত খাবার থেকে তাদের হক্ব নষ্ট করে ভক্ষণ করা হয়, তবে বৈধ হবে না।

প্রশ্নকারী : হাবিবুর রহমান

বগুড়া।

Magazine