কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : ভবিষ্যতের জন্য সেভিংস একাউন্টে টাকা জমা করা যাবে কি?

উত্তর : ভবিষ্যতের জন্য সেভিংস একাউন্টে টাকা জমা করা যাবে। কেননা সম্পদ জমা করা জায়েয। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা‘দ ইবনু আবী ওয়াক্কাস রাযিয়াল্লাহু আনহু-কে বলেছিলেন, ‘তোমার ওয়ারিছদের অভাবমুক্ত রেখে যাওয়া, তাদেরকে খালি হাতে পরমুখাপেক্ষী অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম’ (ছহীহ বুখারী, হা/১২৯৫)। তবে সেই একাউন্ট থেকে কোনো লভ্যাংশ গ্রহণ করা যাবে না। বরং সেটি নিয়ে নেকীর আশা ছাড়াই জনকল্যাণমূলক কাজে ব্যবহার করবে।

প্রশ্নকারী: মো. জাহিদুল ইসলাম

পাবনা।

Magazine