কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : বিগত রামাযানের বেশ কয়েকটি ছিয়াম বাকি আছে। এ ছিয়াম কি ধারাবাহিকভাবে পালন করতে হবে না-কি বিরতি দিয়ে আদায় করা যাবে?

উত্তর : রামাযানের ছুটে যাওয়া ছিয়ামগুলো ধারাবাহিকভাবে পালন না করে বিরতি দিয়েও পালন করা যাবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে অথবা সফরে থাকবে তারা অন্য দিনগুলোতে পুরণ করবে (আল-বাক্বারা, ২/১৮৪)। এখানে ধারাবাহিকভাবে পালন করার শর্ত করা হয়নি। সুতরাং বুঝা যাচ্ছে যে, বিরতি দিয়ে রামাযানের ছুটে যাওয়া ছিয়াম পালন করা যাবে। তবে ধারাবাহিকভাবে পালন করাই অধিক উত্তম। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তাক্বীদের জন্য প্রস্তুত করা হয়েছে’ (আলে ইমরান, ৩/১৩৩)। সুতরাং বিচ্ছিন্নভাবে পালন করার চেয়ে একাধারে রামাযানের ছিয়াম পালন করাই বেশি উত্তম।

প্রশ্নকারী  :  জাহাঙ্গীর আলম

উত্তরামপুর, পত্নীতলা, নওগাঁ।


Magazine