কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : বিনা হিসাবে জান্নাতে যাওয়া ব্যক্তিদের গুণ হলো তারা ঝাড়ফুঁক গ্রহণ করবে না। আবার ছহীহ মুসলিমের ৫৫১৫ নাম্বার হাদীছে আছে, জিবরীল আলাইহিস সালামরাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ঝাড়ফুঁক করেছেন এবং অনেক ছাহাবীও ঝাড়ফুঁক গ্রহণ করেছেন, তাহলে কি ঐ হাদীছে অবৈধ ঝাড়ফুঁকের কথা বলা হয়েছে?

উত্তর : না, অবৈধ ঝাড়ফুঁকের কথা বলা হয়নি। বরং বিনা হিসাবে জান্নাতে যাবে বলে যাদেরকে উল্লেখ করা হয়েছে তারা সংখ্যায় খুব কম হবে এবং আল্লাহর উপর পূর্ণ তাওহীদে বিশ্বাসী ও পূর্ণ ভরসাকারী ব্যক্তি। একথা বলে আল্লাহর নবী তাদের বিশেষত্ব উল্লেখ করেছেন। এর অর্থ এই নয় যে, শরীআতে ঝাঁড়ফুক নিষিদ্ধ। বরং কুরআন ও ছহীহ হাদীছভিত্তিক এবং শিরকমুক্ত মন্ত্র দিয়ে ঝাঁড়ফুক করা যায়। আওফ ইবনু মালিক আশজা‘ঈ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, জাহিলী যুগে আমরা মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করতাম। সুতরাং (ইসলাম গ্রহণের পর) আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এ সমস্ত মন্তর সম্পর্কে আপনার মতামত কি? তখন তিনি বললেন, আচ্ছা, তোমাদের মন্তরগুলো আমাকে পড়ে শুনাও। (তবে কথা হলো) মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করতে কোনো আপত্তি নেই, যদি তার মধ্যে শিরকী কিছু না থাকে। (ছহীহ মুসলিম, হা/২২০০; মিশকাত, হা/৪৫৩০)।

 প্রশ্নকারী : আজিজুল

কোনাবাড়ী, গাজীপুর।

Magazine