কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : আমার বাবা মৃত্যুর পূর্বে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে রমাযানের কয়েকটি ছিয়াম পালন করতে পারেননি। এজন্য তিনি খুবই মর্মাহত হোন এবং দুঃখ প্রকাশ করেন। তাই আমি উনার সন্তান হিসেবে ছিয়ামগুলো পালন করবো মর্মে কথা দেই। কিন্তু কয়েকজন বলল যে, ছিয়ামগুলো আমি পালন করলে বাবার পক্ষ থেকে আদায় হবে না বরং ফিদিয়া দিতে হবে। এ বিষয়ে সঠিক সমাধান দানে বাধিত করবেন।

উত্তর : এমতাবস্থায় মৃত ব্যক্তির পক্ষ থেকে অন্য কেউ ছিয়াম রাখতে পারবে না। বরং তার পক্ষ থেকে ছিয়ামের ফিদইয়া দিবে। মহান আল্লাহ বলেন, ‘যারা সামর্থ্যবান (কিন্তু ছিয়াম পালনে অক্ষম) তারা এর পরিবর্তে ফিদইয়া হিসাবে একজন মিসকীনকে খাদ্য দিবে’ (আল-বাক্বারা, ২/১৮৪)। উল্লেখ্য যে, ছিয়ামের ক্বাযা যিম্মায় রেখে কোনো ব্যক্তি মারা গেলে তার অভিভাবক তার পক্ষ থেকে ছিয়াম আদায় করবে’ মর্মে বর্ণিত হাদীছটি নযর তথা মানতের ছিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য (ছহীহ মুসলিম, হা/১১৪৮; আবূ দাঊদ, হা/২৪০০)।

প্রশ্নকারী : মো. সজিব খান

নান্দাইল, ময়মনসিংহ।


Magazine