উত্তর: মহিলাদের হোস্টেল চলতে পারে কয়েকটি শর্তসাপেক্ষে- ১. তাদের যাতায়াত মাহরাম দ্বারা হতে হবে। ২. তাদের থাকার ব্যবস্থা নিরাপদ হতে হবে। ৩. সেখানে পুরুষমুক্ত ব্যবস্থাপনা থাকতে হবে। কেননা মহিলারা মাহরাম ব্যতীত সফর করতে বা কোনো পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মেয়েরা মাহরাম ব্যতীত অন্য কারো সাথে সফর করবে না। মাহরাম কাছে নেই এমতাবস্থায় কোনো পুরুষ কোনো মহিলার নিকট গমন করতে পারবে না’ (ছহীহ বুখারী, হা/১৮৬২)। তাই কোনো ছাত্রীনিবাসে যদি পূর্ণ নিরাপত্তা ও পর্দার ব্যবস্থা থাকে, তাহলে মেয়েরা সেখানে অবস্থান করতে পারে এবং দ্বীনী শিক্ষা গ্রহণ করতে পারে।
প্রশ্নকারী : নুরুল ইসলাম
কুমিল্লা।