উত্তর: যদি ইচ্ছাকৃতভাবে না দেখেন, হঠাৎ চোখ পড়ে যায় এবং তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নেন, তাহলে এতে গুনাহ নেই; তবে সাবধানতার ব্যবস্থা নেওয়া জরুরী। অনিচ্ছাকৃত অশ্লীল বা মেয়েদের বিজ্ঞাপন দেখার সময় করণীয়- ১. চোখ সরিয়ে নিন। ২. বিজ্ঞাপন হাইড বা রিপোর্ট করুন। ৩. Restricted Mode চালু করুন (ইউটিউবে)। ৪. ফেসবুকের Ad Preferences ব্যবহার করুন। ৫. নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এবং ইবাদতে মন দিন। ৬. বিশেষ সফটওয়্যার বা অ্যাড ব্লকার ব্যবহার করুন। ৫. নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এবং ইবাদতে মন দিন। ৬. বিশেষ সফটওয়্যার বা অ্যাড ব্লকার ব্যবহার করুন। আল্লাহ তাআলা বলেন, ‘মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে’ (আন-নূর, ২৪/৩০)। ইবনু বুরায়দা রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাযিয়াল্লাহু আনহু-কে বলেছিলেন, ‘হে আলী! এক দৃষ্টির পড়ার পর আরেক দৃষ্টি অনুসরণ করো না। প্রথম দৃষ্টি তোমার, কিন্তু দ্বিতীয়টি তোমার নয়’ (আবূ দাঊদ, হা/২১৪৯)।
                            
                        