কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : ‘ছিয়াম অবস্থায় কেউ মারা গেলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় ছিয়ামের নেকী লেখা হবে’-এমন কথার কোনো শারঈ ভিত্তি আছে কি?

উত্তর : ‘ছিয়াম অবস্থায় কেউ মারা গেলে কিয়ামত পর্যন্ত ছিয়ামের ছওয়াব পাবে’ মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। বরং তা মানব রচিত ও ভিত্তিহীন কথা মাত্র।

-শাহরিয়ার শাকীর

বিরামপুর, দিনাজপুর।

Magazine