উত্তর : প্রথমত, মসজিদে গিয়ে জামাআতের সাথেই ছালাত আদায় করতে হবে। কেননা যারা জামাআতে ছালাত আদায় করতে আসে না, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ইচ্ছা করেছেন (ছহীহ বুখারী, হা/৬৪৪)। তবে যদি ওযরের কারণে জামাআতে অংশগ্রহণ করতে না পারে, তাহলে বাড়িতে স্বামী-স্ত্রী জামাআত করে ছালাত আদায় করতে পারবে। তবে স্বামী-স্ত্রী এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে জামাআতে ছালাত আদায় করতে পারবে না। বরং নারীকে পিছনেই দাঁড়াতে হবে। আনাস ইবনু মালেক রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং ইয়াতীম রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করেছিলাম। আর আমার মা আমাদের পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করছিলেন (ছহীহ বুখারী, হা/৭২৭; মিশকাত, হা/১১০৮)।
প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম
মোহাম্মাদপুর, ঢাকা।