উত্তর: মানতকারী যদি কোনো দরিদ্র-অসহায়দের জন্য মানত করে বা সাধারণ মানত করে, তাহলে তা গরীব-অসহায়দেরকে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে অন্য কাউকে দেওয়া বৈধ হবে না আর নযরকারী যদি তার বাড়িতে পশু যবেহ করে ও তার পরিবার, আত্মীয়-স্বজনের জন্য মানত করে; তাহলে সেই ব্যক্তি, তার পরিবার, আত্মীয়-স্বজন বা তার বন্ধুবান্ধব তা থেকে খেতে পারবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় কর্মসমূহ নিয়্যতের উপর নির্ভরশীল’ (ছহীহ বুখারী, হা/১)। তবে মানত না করাই উচিত। মানত সম্পর্কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা মানত করো না। মানত আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। এটি কৃপণের সম্পদ থেকে কিছু অংশ বের করে আনে মাত্র’ (ছহীহ বুখারী, হা/৬৬০৮)।
প্রশ্নকার : তানজিলা
বরিশাল।