উত্তর: জানাযার ছালাতের উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির জন্য দু‘আ করা। এজন্য জানাযার ছালাতের ব্যাপারে যে দু‘আগুলো বর্ণিত হয়েছে তা দিয়ে জানাযা পড়তে হবে। অর্থাৎ আল্লা-হুম্মাগফির লি হায়্যিনা ওয়া মায়্যিতিনা ওয়া শা-হিদিনা….এবং আল্লা-হুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া ‘আ-ফিহি…..। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘তোমরা কোনো মৃতের জানাযা পড়লে তার জন্য একনিষ্ঠতার সাথে দু‘আ করবে’ (আবূ দাঊদ, হা/৩১৯৯)। তবে উক্ত দু‘আ ব্যতীত অন্য দু‘আও পড়া যেতে পারে। প্রশ্নোক্ত দু‘আও জানাযার ছালাতে পড়া যেতে পারে।
প্রশ্নকারী : আকমাল হোসেন
বিল নেপালপাড়া, পবা, রাজশাহী।